জেরীকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- মাম্যাচিং

দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে সাচিং প্রু জেরীর সমর্থনে সাংবাদিক সম্মেলন করে জেলা বিএনপি। ছবি- খোলা চোখ ডটকম।


অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় প্রার্থী সাচিং প্রু জেরীর পক্ষে নির্বাচনী মাঠে কাজ করার নির্দেশ দিয়েছেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মা ম্যা চিং।
বৃহস্পতিবার দুপুরে শহরের জজ কোর্ট সংলগ্ন দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলার সকল পর্যায়ের নেতা কর্মীও সমর্থকদের প্রতি এই আহবান জানান মাম্যাচিং।
সাংবাদিক সম্মেলনে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম, সাবেক সভাপতি বাদশা মিয়া, দৈনিক কালের কন্ঠের ষ্টাফ রির্পোটার মনিরুল ইসলাম মনু, সিনিয়র সাংবাদিক মিনারুল হক, আলাউদ্দিন শাহরিয়ার, রফিকুল আলম, কৌশিক দাশ, নজরুল ইসলাম টিটুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলের বিভিন্ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন জেলা বিএনপিতে বিভক্তি থাকলেও আসন্ন নির্বাচনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, গুম খুেেনর প্রতিবাদসহ বিভিন্ন ইস্যুতে জয়ের কোন বিকল্প নেই। তাই আমরা ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে দলীয় প্রতীকের বিজয় নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

দলীয় বিভক্তির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে জাবেদ রেজা বলেন, আমাদের সিনিয়র নেতা সাচিং প্রু কখনোই চাননি আমরা একসাথে দলের জন্য কাজ করি। মূলত তাঁর আন্তরিকতার অভাবের কারনেই বিভক্তি বেড়েছে। তবে এবারের নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন বিধায় আমরা দলীয় প্রার্থীকে বিজয়ের জন্য এক কাতারে থেকে কাজ করে যাবো।

জেলা বিএনিপর সভাপতি মাম্যাচিং বলেন, “এবারের নির্বাচনে জয়ের কোন বিকল্প দেখছিনা। দলীয় কোন্দল থাকলেও এবারের নির্বাচনে তা প্রভাব ফেলবে না। আমরা সকলকে ঐক্যের ভিত্তিতে নিজ নিজ জায়গা থেকে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবো। এসময় বিভিন্ন উপজেলায়ও প্রচারের জন্য দিনক্ষন ঠিক করা হয়েছে বলে জানান মাম্যাচিং।

এদিকে গতকাল মাম্যাচিং ও জাবেদ অনুসারী জেলা যুবদলের পাঁচ শতাধিক নেতাকর্মী সাচিং প্রু জেরীর নির্বাচনী কার্যালয়ে যোগ দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছে। ফলে জেলা সদরের সাধারণ বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রানচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

শেয়ার করুন