জাল ব্যালটের অভিযোগ প্রমাণ করতে না পারলে আইনী ব্যবস্থা: একেএম জাহাঙ্গীর

৫০ হাজার জাল ব্যালট ছাপানোর অভিযোগ প্রমাণ করতে না পারলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর। তিনি বলেন, বিএনপি’র ডাকা সংবাদ সম্মেলনে আমাদের জাল ব্যালট ছাপানোর অভিযোগ নির্বাচন কমিশন এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তথ্যপ্রমাণসহ উপস্থাপন করা হোক। অন্যথায় এ ধরনের বানোয়াট অভিযোগ করে মিডিয়ার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার দায়ে আমরা তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবো।

এছাড়া গায়েবি মামলার ব্যাপারের আমাদের কোনো হাত নেই। বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মী সমর্থকদের ওপর বিএনপি’র কর্মীরা হামলা করেছে। সে জন্যেই আমরা আইনের দ্বারস্থ হয়েছি। গায়েবি মামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

বুধবার সকালে বান্দরবান শহরের একটি রেস্টুরেন্টে ডাকা সংবাদ সম্মেলনে বান্দরবান জেলা আওয়ামী লীগ ৫০ হাজার ভূয়া ব্যালট ছাপিয়ে ভোট বাক্স ভরার পরিকল্পনা করেছে বলে অভিযোগ আনেন। এছাড়া ৭টি গায়েবী মামলায় ১৪ জন নেতাকর্মীকে আটক এবং অন্যান্যদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশী হয়রানির অভিযোগ উত্থাপন করা হয়। এর বিপরীতে দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের পক্ষে বক্তব্য তুলে ধরেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর।

শেয়ার করুন