জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে পড়লেও আরো বড় জয়ের প্রস্তুতি নিচ্ছে বান্দরবান

খেলার শুরুতে খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন অতিথিরা।

ফেনী জেলার সাথে গোলশূন্য ড্র-এর মাধ্যমে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল থেকে আপাতত বিদায় নিতে হয়েছে বান্দরবানকে। ১৭ সেপ্টেম্বর বান্দরবান জেলা ষ্টেডিয়ামে বান্দরবান জেলা ও ফেনী জেলার মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ড্র এর ফলে বান্দরবান জেলা প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে ছিটকে পড়েছে। অপরদিকে ফেনী জেলা পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পেয়েছে। ম্যাচে বান্দরবান জেলার গোলরক্ষক ইমন বড়ুয়া ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসবের অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ব্যবস্থাপনায় ও বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ ইং এর হোম ম্যাচটি অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক ও জেলা ফুটবল এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তেজনাপূর্ন ম্যাচটি উপভোগ করেন এবং খেলা শেষে পুরস্কার বিতরণ করেন। 

এ সময় পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিম, জেলা ফুটবল এসোসিয়েশন এর আহবায়ক জাবেদ রেজা, সদস্য জসিম উদ্দীন তুষার, সাধারণ সম্পাদক রফিকুল আলম মামুন, সম্মিলিত ক্রীড়া পরিষদ সভাপতি আজহারুল ইসলাম বাবুল, ডিএসএ সদস্য থুইসিং প্রু লুবু, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন। 

জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সাধারণ সম্পাদক রফিকুল আলম মামুন জানান, খেলায় হারজিত থাকেই। আমাদের দলের খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন। জেলার ফুটবল অঙ্গণে আর্থিক ও ব্যবস্থাপনাগত কিছু সীমাবদ্ধতা রয়েছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে ভবিষ্যতে বান্দরবান জেলা দলকে আরো বড় পরিসরে জয়ের জন্য প্রস্তুত করা হবে।

খেলা দেখতে দূরদূরান্ত থেকে কয়েক হাজার দর্শক ষ্টেডিয়ামে হাজির হয়েছিলেন।

শেয়ার করুন