জরুরি প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া দরকার। পথে পথে পুলিশের চেকপোস্ট। কখন কোথায় আটকে দেবে জানেন না। যাওয়ার প্রয়োজনটাও নেহায়েত কম নয়। এক্ষেত্রে কী করবেন?
যথাযথ কারণ দেখিয়ে অনলাইনে আবেদন করে নিয়ে নিতে পারেন একটি মুভমেন্ট টাস। সেই পাসটি দেখিয়ে নির্দিষ্ট এলাকায় এবং নির্দিষ্ট সময়ের জন্যে যাতায়াত করতে পারেন।
কীভাবে পাস নেবেন:
প্রথমে এই লিংকে যান: https://movementpass.police.gov.bd/
‘মুভমেন্ট পাসের আবেদন’ বাটনটিতে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করাতে হবে। অতঃপর আপনার মোবাইলে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) চলে যাবে। ওটিপি প্রবেশ করালে আপনি পাস এর জন্য আবেদন করতে পারবেন।
মুভমেন্ট পাস পেতে কী কী তথ্য লাগবে?
১. যে থানা এলাকা থেকে যাবেন
২. যে থানা এলাকায় যাবেন
৩. আপনার নাম
৪. লিঙ্গ
৫. বয়স
৬. ভ্রমণের কারণ
৭. পাস ব্যবহারের তারিখ ও সময়
৮. পাশের মেয়াদ শেষের তারিখ ও সময়
৯. পরিচয় পত্র
১০. নিজস্ব গাড়ি কীনা
১১. আপনার ছবি
যে সকল কারণে আপনি বাইরে যেতে পারবেন:
১. মুদি মালামাল কেনাকাটা
২. কাঁচা বাজার
৩. ঔষধ ক্রয়
৪. চিকিৎসা
৫. চাকরি
৬. কৃষিকাজ
৭. পণ্য পরিবহন
৮. পণ্য সরবরাহ
৯. ত্রাণ বিতরণ
১০. পাইকারি/খুচরা ক্রয়
১১. পর্যটন
১২. মৃতদেহ সৎকার
১৩. ব্যবসা
১৪. অন্যান্য
পরিচয় পত্র হিসেবে কি কি ব্যবহার করা যাবে?
১. জাতীয় পরিচয় পত্র
২. ড্রাইভিং লাইসেন্স
৩. পাসপোর্ট
৪. জন্ম নিবন্ধন
৫. স্টুডেন্ট আইডি
একজন যাতায়াতকারীকে প্রতিবার যাতায়াতের জন্য আলাদা পাস নিতে হবে। একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য দুইটি আলাদা পাসের আবেদন করুন
সঠিক ভাবে আবেদন করা হলে নিচের ছবির মত একটি পাস পেয়ে যাবেন। পুলিশ চেকপোস্টে এই পাসটি দেখাবেন।