ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেধরা গুজব ছড়ানোতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
একই সঙ্গে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবে উত্তেজিত হয়ে গণপিটুনি দেওয়া থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, গুজব ছড়িয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যা কখনোই কাম্য নয়। যারা গণপিটুনিতে অংশ নিচ্ছে, তাদের আইনের মুখোমুখি করা হবে। শাস্তি তাদের হবেই।
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ফেসবুকে গুজব রটিয়ে গণপিটুনির ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
গুজবের ভয়াবহতা বোঝাতে গিয়ে আসাদুজ্জামান খান কামাল একটি ঘটনা তুলে ধরে বলেন, কোনো এক চাকরিজীবী নিজের ছোট সন্তানদের একটি দরিদ্র পরিবারের কাছে রেখে অফিসে যায়। কিন্তু লোকজন ছেলেধরা গুজবে ওই ঘরে আগুন দিতে উদ্যত হয়। আইনশৃঙ্খলা বাহিনী যথাসময়ে সেখানে না পৌঁছালে ভয়াবহ ঘটনা ঘটতে পারত!