চোখ দিয়েও নির্যাতন হয় | দৃষ্টির সহিংসতা কতটা ভয়ংকর?

“চোখ দিয়ে কেউ কাউকে খেয়ে ফেলতে পারে না”—এই কথা আমাদের সমাজে বহুদিন ধরে চালু আছে। কিন্তু বাস্তবে কি তা-ই? এই পর্বে আমরা কথা বলছি দৃষ্টির সহিংসতা নিয়ে—যা নারীর প্রতি সহিংসতার প্রথম এবং সবচেয়ে অবমূল্যায়িত ধাপ। রাস্তায়, অফিসে, ক্লাসরুমে, এমনকি আত্মীয়স্বজনের মধ্যেও নারীরা যে চাহনি-নির্ভর নির্যাতনের শিকার হন, তা নিয়ে সমাজে তেমন আলোচনা হয় না। অথচ এটা প্রতিদিন ঘটে চলেছে। ✊ যতক্ষণ না আমরা এটা স্বীকার করবো, ততক্ষণ নারী কেউ নিরাপদ নয়। 🔥 এই আলোচনা শুধু মেয়েদের জন্য নয়—ছেলেদের জন্যও, যাদের দায়িত্ব আছে সমাজ বদলানোর। 📌 পুরোটা শুনুন, শেয়ার করুন। আপনি হয়তো একজনকে সাহসী করে তুলবেন।

শেয়ার করুন