বান্দরবানের চিম্বুক এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুলাই) গভীর রাতে, আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রেংথেন ম্রোর কিশোরী মেয়ে তুমলে ম্রো (১৭), পারাও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১), এবং মেনরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৬)। প্রথম দু’জন সম্পর্কে মা ও মেয়ে।
স্থানীয়দের বরাতে জানা যায়, পাড়ার কাছে স্থাপিত একটি বিদ্যুৎ ট্রান্সফরমারে আচমকা গোলযোগ দেখা দিলে সেটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এর শিখা ছড়িয়ে পড়ে ঘরের বৈদ্যুতিক লাইনে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তুমলে ও উরকান ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রওলেং ম্রোরও মৃত্যু হয়।
রাংলাই হেডম্যান পাড়ার প্রধান হেডম্যান রাংলাই ম্রো জানান, ট্রান্সফরমারটিতে দীর্ঘদিন ধরেই সমস্যা দেখা যাচ্ছিল। পাড়াবাসীরা বিদ্যুৎ বিভাগকে একাধিকবার জানালেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দুর্ঘটনার পর পুরো পাড়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে।