চাঁদপুরে এতিমখানার ছাদ ধসে আহত ৬০

চাঁদপুরে একটি এতিমখানার বারান্দার ছাদ ধসে অন্তত ৬০ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল ২৩ নভেম্বর, শনিবার রাত দশটার দিকে জেলার মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি এতিমখানায় এ দুর্ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হাত-পা ভেঙে গুরুতর আহত হয়েছেন ১০-১২ জন শিক্ষার্থী।

জানা গেছে, আগামী বিজয় দিবসের অনুষ্ঠান বিষয়ে জন্য শিক্ষার্থীদের নিয়ে দোতলার বারান্দায় আলোচনা করছিলেন টিম লিডার মোহাম্মদ হোসাইন। সেখানে যখন প্রায় ৫০-৬০ জন ছাত্র সমবেত হয় তখনই আচমকা বারান্দা ভেঙে শিক্ষার্থীরা নিচে পড়ে যায়।

ফরাজিকান্দি মাদ্রাসার সিনিয়র ছাত্ররা স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। 

ওই ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে ফাটল ধরে ছাদের প্রতিটি রডও দেখা যেত। কোনো সংস্কার না করে এসবের মধ্যেই চলতো এতিমখানার কার্যক্রম।

দুর্ঘটনার সংবাদে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে উদ্ধার কাজ চালায়। পরে তারা ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। 

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রাহমান। এছাড়াও তারা হাসপাতালে চিকিৎসাধীন আহতদেরও দেখতে যান।

শেয়ার করুন