আঞ্চলিক রাজনীতির দ্বন্দ্বের জেরে
ঘর থেকে ডেকে ইউপি মেম্বারকে গুলি করে হত্যা করলো সন্ত্রাসীরা

ঘর থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা গুলি করলে আহত অবস্থায় তাঁকে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৫ নং ওর্য়াডের কাউন্সিলর চাইন চাহ্লা মারমা (৩৬) কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাতে ইউনিয়নের বাকিছড়া এলাকার মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে কয়েকজন লোক ওই কাউন্সিলরকে ঘর থেকে ডেকে নিয়ে যাওয়ার কিছু সময় পর গুলির আওয়াজ শুনতে পান। পরে তাকে মাঝের পাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সা নু প্রু।

বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে মঙ্গলবার দুপুর পর্রযন্ত কোন অভিযোগ করা হয়নি। তবে কারা কি উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জেএসএস (জনসংহতি সমিতি) ও মগ লিবারেশন পার্টির কোন্দলের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।

শেয়ার করুন