প্রচ্ছদ বাংলাদেশ ঘন কুয়াশার কারণে শাহজালালে উড়োজাহাজ ওঠানামা বন্ধ

ঘন কুয়াশার কারণে শাহজালালে উড়োজাহাজ ওঠানামা বন্ধ

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা আজও বন্ধ রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিট থেকে সব ধরনের উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দেয়া হয়। কুয়াশা কেটে গেলে বিমান ওঠানামা স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সাধারণত বিমানবন্দরের রানওয়ের দৃষ্টিসীমা ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ থাকলে উড়োজাহাজ ওঠানামা করতে পারে। কিন্তু এর নিচে নামলে ওঠানামা করতে পারে না। গত ১৩ ও ১৪ জানুয়ারিও একই কারণে প্রায় ৬ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

শেয়ার করুন