সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার লক্ষে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ‘জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন (জেএমসি)’ বিভাগের সঙ্গে ‘সাম্প্রতিক দেশকাল’ পত্রিকার একটি সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার গ্রিন ইউনিভার্সিটির শেওড়াপাড়া সিটি ক্যাম্পাসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমানসহ বিভিন্ন অনুষদের এবং বিভাগের ডীন ও চেয়ারপার্সনগণ সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের চেয়ারপার্সন ড. মো. অলিউর রহমান এবং সাম্প্রতিক দেশকাল পত্রিকার প্লানিং এডিটর মো. আশরাদ সিদ্দিকী স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীরা ইন্টার্নশিপসহ সাম্প্রতিক দেশকাল পত্রিকায় গবেষণা ও যোগ্যতার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। এছাড়াও সার্টিফিকেট কোর্স, ওয়ার্কশপ, সাংবাদিকতার বিভিন্ন ইস্যুতে গোল-টেবিল বৈঠক ও সেমিনার আয়োজন করার অনুকূলে এই সমঝোতা স্মারক সম্পাদিত হয়।