একুশে গ্রন্থমেলায় ফারহানা নীলার দু’টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে গল্পের বই ‘গল্পটা রোদ্দুরে নেই’। প্রকাশ করেছে প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী।
বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মেলায় ২৫০ ও ২৫১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা। ছাড় দিয়ে মেলায় বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।
গল্পে খুব কাছ থেকে দেখা জীবনকে তিনি বুনে গেছেন শব্দজালে। নিরন্তর এক কী নেই হাহাকারে খুঁজে গেছেন জীবনের নিগুঢ় মানে। লেখায় লেখায় সেই মানে খোঁজার প্রয়াস পাঠকের মন কাড়বে বলে মনে করেন প্রকাশনা সংশ্লিষ্টরা।
এছাড়াও প্রকাশিত হয়েছে তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ ‘জলের আয়নায় অচেনা কেউ’। পেন্সিল পাবলিকেশনের প্রকাশনায় বইটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। মেলার ৩১৪ নম্বর স্টলে বইটি ২৯৬ টাকায় পাওয়া যাচ্ছে।
ফারহানা নীলা পেশায় চিকিৎসক। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। লেখালেখি তাঁর শখ। পারিবারিক পরিমন্ডলে বেড়ে উঠেছেন সাহিত্য-সংস্কৃতির সঙ্গে। পাবনায় কেটেছে শৈশব, কৈশোর ও তারুণ্য। ঢাকা মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করেন নীলা। পরে বিএসএমএমইউ থেকে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের এমডি ডিগ্রি অর্জন করেছেন।