গুজব ছড়িয়ে লবণের দাম বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ী আটক

ফটো: ইউএনবি

দেশব্যাপী লবণের দাম বেড়ে গেছে- এমন গুজবে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এর মধ্যে গুজব ছড়ানোর অভিযোগে মঙ্গলবার শহরের বড় বাজার এলাকা থেকে দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, সুমন স্টোরের মালিক সুমন মিয়া (৪২) ও সোনালি স্টোরের মালিকের ছেলে অজয় কুমার (৩৫)।

কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবাক্কার সিদ্দিক আটকের  বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই লবণের দাম বেড়ে যাচ্ছে এসব গুজব জেলাজুড়ে ছড়িয়ে পড়লে জেলা শহরের পাইকারী দোকানে বিভিন্ন এলাকা থেকে খুচরা ব্যবসায়ীরা আসতে শুরু করে। লবণের দাম বাড়ার কথা শুনে শহরবাসিও লবণ কিনতে বিভিন্ন দোকানে ভিড় জমায়। দেখা যায় বিভিন্ন উপজেলা থেকে আসা খুচরা ব্যবসায়ীরা টমটম, টলি, অটো রিকশা ভরে যে যেমন পারে কিনে নিচ্ছেন লবণ। ক্রেতারা সর্বনিম্ন ২০ কেজি থেকে সর্বোচ্চ ১৫০ কেজি করে লবণ কিনছেন।

করিমগঞ্জের বাজারের ব্যবসায়ী মলয় কান্তি বলেন, সকাল থেকেই মানুষের মুখে শুনলাম পেঁয়াজের মতো লবণের দামও বাড়বে। তাই ১৪৫ কেজি লবণ কিনে নিচ্ছি। নিকলী সদর থেকে লবণ কিনতে আসা রোস্তম মিয়া ১৩৫ কেজি লবণ কিনেছেন।

তবে ব্যবসায়ীরা বলছে, দাম বাড়েনি। গুজবেই মানুষ লবণ কিনছে। আমাদের করার কি আছে।

পৌর শহরের হয়বৎনগর এলাকার সুলতান আহম্মেদ বলেন, শুনেছি পেঁয়াজের চেয়েও লবণের দাম বেশি হয়ে যাবে, তাই আমি ১০ কেজি লবণ নিজের বাসার জন্য কিনতে আসছি।

কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের মিয়া জানান, যদি কেউ এই ধরনের গুজব ছড়ানোর অপচেষ্টা করে তাকে আইনের আওতায় আনা হবে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক  মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, এই নিয়ে বাজার কমিটির সঙ্গে বিকেলে মিটিং করেছি। এ ছাড়া প্রতিটি উপজেলায় ম্যাজিস্ট্রেটরা বাজার মনিটরিংয়ে বেড়িয়েছেন। এর মধ্যে কিশোরগঞ্জ শহরের বড় বাজার থেকে দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। লবণ নিয়ে আর কেউ গুজব ছড়ালে তাকে আটক করা হবে।

এই ধরনের গুজব বন্ধে প্রশাসন, সাংবাদিক, সুশীল সমাজের লোকজন সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।

শেয়ার করুন