ইন্টারনেট দুনিয়ায় ছবির মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তি এবং ভূয়া তথ্য যাচাইয়ে নতুন প্রযু্ক্তি চালু করতে যাচ্ছে গুগল।
ছবিতে ফ্যাক্ট-চেকিং লেবেল যোগ করার মাধ্যমে তারা এই কাজটি সম্পন্ন করবে বলে জানিয়েছে।
‘পৃথিবীতে কী ঘটছে, তা ছবি এবং ভিডিও দিয়ে সহজে বোঝা যায়। কিন্তু মাঝেমাঝে এসব নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়’ এমন কথা জানিয়ে গুগলের প্রোডাক্ট ম্যানেজার হ্যারিস কোহেন বলেন, ‘এ বিষয়ে মানুষকে সতর্ক করতে আমরা গুগলের ছবিতে ফ্যাক্ট-চেকিং লেবেল যুক্ত করতে যাচ্ছি।’
স্বাধীন ফ্যাক্ট-চেকারদের দ্বারা ক্লেইমরিভিউ ডেটাবেজের ভিত্তিতে নতুন লেবেল যোগ করা হবে।
এর মাধ্যমে গুগলে সার্চ করে পাওয়া ছবিগুলোতে ফ্যাক্ট-চেক বিষয়ক বর্ণনা পাওয়া যাবে। এটি ছবি এবং আর্টিকেল দু’টোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এর আগে টু্ইটার এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে।