সুনামগঞ্জের দিরাইয়ে গভীর রাতে বনের ঝোপ থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল ২৩ নভেম্বর, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের মসলিশপুর থেকে শিশুটিকে উদ্ধার করে দিরাই থানা পুলিশ।
জানা গেছে, দিরাই উপজেলা সদরের মজলিশপুরের নিতাই দাসের বাড়ির পেছনে অজ্ঞাত ব্যক্তিরা কন্যা শিশুটিকে ফেলে যায়। এলাকাবাসী শিশুটির কান্না শুনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পঙ্কজ পুরকায়স্থকে জানালে তিনি পুলিশে খবর দেন।
দিরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নবজাতকটির নাভিতে ক্লিপ লাগানো ছিলো।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওয়ার্ড কাউন্সিলর পঙ্কজ পুরকায়স্থের দেয়া সংবাদে পুলিশ নবজাতক কন্যা সন্তানটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।
নবজাতকের নাভিতে ক্লিপ লাগানো ছিল উল্লেখ করে তিনি জানান, এতে ধারণা করা হচ্ছে হাসপাতাল কিংবা প্রশিক্ষণ প্রাপ্ত দাই দ্বারাই প্রসব করানো হয়েছে। পরে এখানে নবজাতককে ফেলে যাওয়া হয়েছে।
এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।