বাংলাদেশে করোনাভাইরাস সনাক্ত করার কিট তৈরি শুরু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। সাভারের নিজস্ব ল্যাবে এ কাজ চলছে। শনিবার এ কিট সরকারের হাতে তুলে দেয়া যাবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, আমাদের কিট দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের রক্ত পরীক্ষা করা হয়েছে। এতে ভালো ফল পাওয়া গেছে। শনিবার সকালে আমরা আনুষ্ঠানিকভাবে এই কিট সরকারের সংশ্লিষ্টদের হাতে তুলে দেবো।
তিনি জানান, চীন থেকে এ সমস্ত সরঞ্জাম গণস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছেছে। এগুলো দিয়ে ১০ হাজার কিট তৈরি করা সম্ভব হবে। সরকারের পাশাপাশি আরো ১১টি প্রতিষ্ঠানকে এই কিট সরবরাহ করা হবে।