গণস্বাস্থ্যের কিট গ্রহণ না করার ব্যাখ্যা দিলো ঔষধপ্রশাসন অধিদপ্তর

করোনাভাইরাস সংক্রমণ সনাক্ত করতে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট গ্রহণ না করার ব্যাখ্যা দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

অধিদপ্তরের বক্তব্য, বিশ্বের কোনো দেশে করোনা সনাক্ত করতে র‌্যাপিড টেস্ট কিট ব্যবহারের অনুমতি দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গাইডলাইন না মানায় গণস্বাস্থ্যের কিট হস্তান্তর অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও ওষুধ প্রশাসন বা সংশ্লিষ্ট কোনো বিভাগের কেউ সেখানে অংশ নেননি বলে জানানো হয়েছে।

সোমবার দুপুরে অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান এ সব কথা জানান।

সঠিক প্রক্রিয়া অনুসরণ করে কিট হস্তান্তর করলে ওষুধ প্রশাসন এখনো তা নিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

করোনা কিট নিয়ে গণস্বাস্থ্যকে এতদিন সহযোগিতা করে আসার বিষয়টিও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি।

এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা জনস্বার্থে শুধু সরকারের মাধ্যমে পরীক্ষা করিয়ে কিটটি কার্যকর কিনা তা দেখাতে চেয়েছিলাম। কিন্তু বিভাগগুলোর অসহযোগিতার কারণে তা এখনো হয়ে ওঠেনি।

শেয়ার করুন