আগামী ১ জুন থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বান্দরবান-চট্টগ্রাম রুটে চলাচল করা বিভিন্ন পরিবহনের মালিক ও চালক-শ্রমিকগণ।
দুরপাল্লার বাস চালুর সরকারি সিদ্ধান্ত আসার পর থেকেই আড়মোড়া ভেঙ্গে নেমে পড়েছেন বাসগুলো ঘষেমেজে পরিস্কার-পরিচ্ছন্ন এবং সচল করার কাজে। আজ (শনিবার) সকালে বান্দরবান সদরের বাস ষ্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এ সময় শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন তারা। বাস চলবে এমন খবরে সবাই খুশি।
বান্দরবানের পরিবহণ শ্রমিক নেতা মো. লিয়াকত বলেন, আমাদের চালক হেল্পাররা দীর্ঘদিন বেকার। তারা সরকারি সিদ্ধান্ত মেনে গাড়ি নিয়ে বের হতে প্রস্তুত। বাস চালুর খবরে তারা খুশি।
১ জুন থেকে বান্দরবান-চট্টগ্রাম ও ঢাকা রুটে বাস সার্ভিস চালুর প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে বান্দরবানের পূর্বানী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু বলেন, আমরা সরকারী নির্দেশনা মেনে সীমিত আকারে যানবাহন চালু করতে চাই। তবে স্বাস্থ্যবিধি এবং ভাড়া পূনঃনির্ধারণের বিষয়ে শনিবার দুপুর পর্যন্ত কোন সিদ্ধান্ত আসেনি। তাই আসলে কখন, কীভাবে বাস চালু হবে তা বলা যাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম বলেন, ‘মন্ত্রনালয় থেকে এখনো কোন লিখিত নিদের্শনা আমরা পাইনি। লিখিত পেলে বাস মালিকদের সাথে বসে ভাড়া ও স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’