শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সাংবাদিকরা শিক্ষা সমাজের অনবদ্য অংশ। আমাদের বিরুদ্ধে যায়- এমন সংবাদ তারা ছাপলেও অখুশি হই না। গঠনমূলক সমালোচনার খবরে খুশি হই। আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’র (ইরাব) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
নাহিদ আরও বলেন, সাধারণ মানুষ বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদটি জানতে চায়। বস্তুনিষ্ঠ সংবাদই আমরা আশা করি। খবর বস্তুনিষ্ঠ হলে আত্মসমালোচনার সুযোগ থাকে। জাতি হেয় প্রতিপন্ন হয়-এমন সংবাদ না করার জন্য সাাংবাদিকদের অনুরোধ জানান তিনি।
অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাদ্রাসা ও কারিগরী বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমানসহ অন্যরাও এতে বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইরাব সভাপতি সিদ্দিকুর রহমান খাঁন। সঞ্চালনা করেন সাধারন সম্পাদক সাব্বির নেওয়াজ। অভিষেক অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।