খুলনায় রোগীর স্বজনদের হামলায় ক্লিনিকের পরিচালক নিহত

খুলনায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনদের হামলায় ক্লিনিক পরিচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাইসা ক্লিনিকের পরিচালক ডা. আব্দুর রাকিব খান (৫৯)।

নিহত আব্দুর রাকিব খানের ছোট ভাই সাইফুল ইসলাম জানান, খুলনা নগরীর মোহাম্মদনগরের পল্লবী সড়কের বাসিন্দা আবুল আলীর স্ত্রী শিউলি বেগমকে ১৪ জুন সিজারিয়ান অপারেশনের জন্য রাইসা ক্লিনিকে ভর্তি করানো হয়। সেদিনই বিকালে অপারেশনের মাধ্যমে তার সন্তান প্রসব হয়। প্রথমে মা ও সন্তান দু’জনই সুস্থ ছিলেন।

পরে রোগীর রক্তক্ষরণ বন্ধ না হলে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় নেবার পরামর্শ দেয়া হলে ঢাকায় নেবার পথে সোমবার রাতে শিউলি বেগম মারা যান।

পরে শিউলি বেগমের স্বজনেরা ‘ভুল চিকিৎসার’ অভিযোগে সোমবার রাত ৯টার দিকে ক্লিনিকে হামলা চালায়। সিসিটিভির ফুটেজে দেখা যায় তারা ডা. রাকিবকে লাথি, ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করতে করে।

এতে তার মাথার পেছনে জখম। তাকে প্রথমে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় পরে অবস্থার অবনতি হলে নেয়া হয় আবু নাসের হাসপাতালে। সেখানে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ আসলাম বাহার বুলবুল বলেন, ডা. রাকিবের মৃত্যুর খবর শুনে আমরা রাইসা ক্লিনিকে গেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নিহত শিউলি বেগমের স্বজনেরা পলাতক থাকায় তাদের কারো বক্তব্য জানা সম্ভব হয়নি।

শেয়ার করুন