বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়া অসুস্থ। অবস্থা এমনই যে, তিনি নিচতলায় অপেক্ষমাণ স্বজনদের কথা জানতে পেরেও দোতলার নিজ কক্ষ থেকে নেমে আসতে পারেননি। তিনি হাঁটতেও পারছেন না। শনিবার পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে ফিরে আসে। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আগামী শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অথবা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশ করা হবে বলেও জানান রিজভী আহমেদ।
তিনি বলেন, আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভোট কারচুপির সুস্পষ্ট আভাস দিয়েছেন। ওবায়দুল কাদের বলেছেন, খুলনা ও গাজীপুরের মতো তিন সিটিতেও সুষ্ঠু নির্বাচন হবে। তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি সুষ্ঠু ভোট কারচুপির সুস্পষ্ট আভাস দিলেন। বিএনপির এ নেতা বলেন, তিন সিটিতে নৌকা মার্কার পক্ষে নির্বাচনী অনাচার আর ক্ষমতাসীনদের অবৈধ দাপট চলছে। চলছে গ্রেফতার, হুমকি, ভয়ভীতি প্রদর্শনের প্রকাশ্য-অপ্রকাশ্য প্রচণ্ড মহড়া।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে চলছে আওয়ামী নেতাদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক। নগরীর বিভিন্ন এলাকায় ধানের শীষের অফিস ভাঙচুর, নেতা-কর্মী-সমর্থকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আওয়ামী সন্ত্রাসীরা এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। পাশাপাশি পুলিশও তাদের সহযোগিতায় মাঠে নেমেছে।