জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জামিন না দেওয়ায় রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জামিন নাকচের খবর আসতেই রাজধানীর শ্যামলী, পুরান ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা।
রাজধানীর শ্যামলীতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
পুরান ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনে নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ খালেদা জিয়ার জামিন নাকচ করে দেয়।
আদালতের আদেশকে ‘নজিরবিহীন’ আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তবে রাষ্ট্রপক্ষ আদেশে সন্তোষ প্রকাশ করেছে।
গত বছর ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতে খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড হলে তাকে রাখা হয় নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে। মামলায় হাইকোর্টে আপিলের ওপর শুনানি শেষে গত বছর ৩০ অক্টোবর তার সাজা বেড়ে ১০ বছর কারাদণ্ড হয়।
আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত বছর ২৯ অক্টোবর ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত খালেদা জিয়াসহ চার আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেয়। এরপর রায়ের বিরুদ্ধে আইনজীবীদের মাধ্যমে হাইকোর্টে আপিল ও জামিনের আবেদন করেন তিনি।
গত ৩১ জুলাই এ মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজের আদেশ দেয় হাইকোর্ট। এরপর ওই আদেশ বাতিল চেয়ে গত ১৪ নভেম্বর আপিল বিভাগে আবেদন করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। এছাড়া খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গণমাধ্যমে যেসব প্রতিবেদন এসেছে সেসব যুক্ত করে ২৪ নভেম্বর একটি সম্পূরক আবেদন করেন তারা।