খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করবেন অধ্যাপক প্যাট্রিক কেনেডি

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া। ছবি: বিএনপি মিডিয়া সেল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন। সেখানে তাঁর চিকিৎসা তত্ত্বাবধান করবেন অধ্যাপক প্যাট্রিক কেনেডি।

বুধবার (৮ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলবে।

শেয়ার করুন