খালেদার বিচার জনগনের হাতেই হবে: ইন্জিনিয়ার মোশারফ

বান্দরবান রাজার মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ইন্জিনিয়ার মোশারফ হোসেন। ছবি- খোলাচোখ ডট কম।

নিজস্ব প্রতিনিধি।। আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য গৃহায়ণ ও গণর্পুত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেছেন, “একটা সময় পাহাড়ে যখন মারামারি হানাহানি খুন রাহাজানি চাঁদাবাজিসহ নানা অশান্তি বিরাজ করছিল তখন বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা শান্তিচুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তি ফিরিয়ে এনেছিলেন। এখন সেই শান্তিচুক্তির ফসল মানুষ ঘরে তুলতে শুরু করেছে। সেসময় বিএনপি নেত্রী শান্তি চুক্তির বিরোধিতা করেছিলেন”। বিকেলে বান্দরবানের রাজার মাঠে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমর্সূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এসময় তিনি বিএনপির কড়া সমালোচনা করে বলেন- বিএনপি জামায়াত জোট র্নিবাচনকে সামনে রেখে আবারো ষড়যন্ত্র করতে পারে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামি র্নিবাচনে দেশের মানুষ বিএনপি নেত্রীকে ক্ষমতায় দেখতে চায়না জেনেই তারা ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি জোট ক্ষমতায় থাকার সময় লূটপাট করেছে তাদের বিচার দেশের জনগণিই করবে- বলেন মোশারফ হোসেন।

বান্দরবান জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ চৌধুরী, র্পাবত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি, আওয়ামীলীগ নেতা দিপঙ্কর তালূকদার এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ আওযামীলীগের দলীয় কমর্সূচীর অংশ হিসেবে জেলা আওয়ামীলীগ আয়োজিত এ সমাবেশে দুপুর থেকেই জেলা ৬ টি উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।

 

 

শেয়ার করুন