খাগড়াছড়ি জেলা প্রশাসকের সাথে নব গঠিত খাগড়াছড়ি ক্রাইম রিপোর্টার্স ইউনিটি (কেসিআরইউ)’র নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম বলেন, দেশ ও জাতির কল্যানে লেখনি হোক দুর্নীতিবাজদের বিরুদ্ধে। দুর্নীতি প্রতিরোধে বর্তমান সরকার কাজ করছে। সাংবাদিকরাও নিজ নিজ অবস্থানে থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করলে দেশ দুর্নীতিমুক্ত হবে। অভিশাপমুক্ত হবে আমাদের এ সমাজ।
লেখনির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা গেলে দুর্নীতি নামের এ ব্যাধি কিছুটা হলেও কমবে। এ সময় তিনি দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের সংবাদ সংক্রান্ত সকল কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সাহসী সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন, ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক তরুন কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক কানন আচার্য, যুগ্ম-সম্পাদক সমির মল্লিক, অর্থ-সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল মামুন, দপ্তর সম্পাদক বিপ্ল¬ব তালুকদার, নির্বাহী সদস্য-লিটন ভট্টাচার্য্য রানা ও জাফর সবুজ প্রমুখ।
এ সময় সংগঠনটির সভাপতি তরুন কুমার ভট্টাচার্য্য বলেন, খাগড়াছড়িতে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমের পাহাড়ের সমস্যা, সম্ভাবনা, অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরে দুর্নীতির মূল উৎপাটনের মাধ্যমে জাতি ও দেশ গঠনে সুস্থধারার সাংবাদিকতার বিকল্প নেই। এ সংগঠন দুর্নীতিমুক্ত দেশ গঠনে প্রশাসনকে সহায়তার মাধ্যমে প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে তিনি জানান।