খাগড়াছড়িতে স্ত্রী মাজেদা বেগম (২২) ও ৬ মাসের শিশুপুত্র মোঃ রিদোয়ান আহাম্মদকে শ্বাসরোধে হত্যার দায়ে ঘাতক স্বামী ছাবের আলীকে মৃত্যুদ- ও শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।
নিহত গৃহবধু মাজেদার পিতা মোঃ সাহাব উদ্দিনের করা মামলায় ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মোঃআলমগীর হাসানের আদালত এ রায় দেন।
২০১৬ সালের ২২ মার্চ রাত ৮টার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় শ্বশুরবাড়িতে পরিকল্পিতভাবে স্ত্রী মাজেদা বেগম ও ৬ মাসের শিশুপুত্র মোঃ রিদোয়ান আহাম্মদকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ২০১৬ সালের ২৩ মার্চ গুইমারা থানায় মামলা দায়ের করা হয়।
হত্যা দায়ে স্বামী ছাবের আলী, তার বাবা মোঃ মাহবুব আলী, শ্বাশুড়ি রেনু আরা বেগম ও দেবর শাহজাহানকে আসামী করা হয়। দীর্ঘ ৩ বছর ৬ মাস পর ১৬ জন স্বাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার রায়ে নিহতের স্বামী ছাবের আলীকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
একই রায়ে শ্বশুর মোঃ মাহবুব আলী, শাশুড়ি রেনু আরা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। এছাড়াও দেবর শাহজাহান এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন আদালত।
খাগড়াছড়ি আদালতের পিপি বিধান কানুনগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে এবং স্বামী ছাবের আলীর মৃত্যুদন্ড, শ্বশুর মোঃ মাহবুব আলী, শাশুড়ি রেনু আরা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়ার কথা জানান।