পাহাড়ে কনকনে হাঁড় কাঁপানো শীতে অসহায়-শীতার্তদের মাঝে আর্শীবাদ হয়ে দাঁড়ালো সড়ক ও জনপথ বিভাগ। প্রত্যন্ত এক জনপদে খাগড়াছড়ি সওজের কর্মকর্তা কর্মচারিরা প্রায় ৬শ’রও বেশি মানুষকে শীতবস্ত্র দিয়েছেন।
সম্প্রতি খাগড়াছড়ি জেলা সদরের দল্যাতলী পাড়া, কাপ পাড়া, দল্যা হাজা পাড়া, কলাপাড়া, পুকুরপাড়া ও চড়পাড়াসহ মোট ছয়টি এলাকার মানুষের মাঝে ব্যক্তিগত অর্থে কেনা কম্বল বিতরণ করা হয়েছে।
এতে খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ)’র নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমাসহ স্থানীয় হেডম্যান-কার্বারী, মেম্বার, সওজ’র কর্মচারিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র হাতে পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসির ঝলক ফুটে ওঠে। শিক্ষার্থী ও শিশুদের মাঝে দেখা যায় আনন্দে মেতে উঠার চিত্র।