খাগড়াছড়িতে রবিবার আবারো সড়ক অবরোধের ডাক

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদে শনিবার সড়ক অবরোধের ডাক দেয় ইউপিডিএফ। এসময় শহরে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। ছবি- আল মামুন।

আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি।। ইউপিডিএফ নেতা মিঠুন চাকমা হত্যার প্রতিবাদে রবিবারও সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। শনিবার বিকেলে ইউপিডিএফ নেতা নিরেণ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় “ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে পরিকল্পিতভাবে নব্য মুখোশ ধারী বাহিনী হত্যা করেছে। এর প্রতিবাদে খাগড়াছড়িতে ঘোষিত ৬ জানুয়ারির সকাল-সন্ধ্যা সড়ক অবরোধে প্রশাসন বিনা উস্কানিতে পিকেটারদের উপর টিয়ারসেল নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করেছে।

“শনিবারের এ ঘটনার প্রতিবাদে ৭ জানুয়ারি (রোববার) খাগড়াছড়ি জেলায় আরও একদিন সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করা হবে।”

এর আগে মিঠুন চাকমা হত্যার প্রতিবাদে শনিবার খাগড়াছড়িতে সড়ক অবরোধের ডাক দিয়েছিল গণতান্ত্রিক যুব ফোরাম।

অবরোধে দিনভর জেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি বেশ কিছু যানবাহন ভাংচুর করেছে বলে জানা যায়।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন জানান, অবরোধের সমর্থনে ইউপিডিএফ নেতাকর্মীরা শহরের চেঙ্গী এলাকায় পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি  ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়া তেমন কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান পুলিশের এই কমর্কর্তা।

এদিকে অবরোধে দিনভর জেলার কোন যানবাহন শহর ছেড়ে যায়নি আবার শহরে ঢোকেওনি। যান চলাচল বন্ধ থাকায় পর্যটকরা ভোগান্তিতে পড়েন।

গত বুধবার সন্ত্রাসীরা তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে ইউপিডিএফ নেতা মিঠুন চাকমাকে। এ ঘটনার জন্য অপর আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জেএসএসকে দায়ী করছে ইউপিডিএফ।

 

শেয়ার করুন