খাগড়াছড়িতে ড্রেনে আটকা পড়া অবস্থায় একটি বন্য হরিণ উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেন এক সাবেক পৌর কাউন্সিলর।
স্থানীয়রা জানান, সোমবার সকালে খাগড়াছড়ি পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের একটি ড্রেনে হরিণটিকে আটকে পড়া দেখতে পায় এলাকাবাসী। কয়েকজন মিলে সেটিকে উদ্ধার করে সাবেক পৌর কাউন্সিলর মংসুইথোয়াই চৌধুরীর কাছে দিয়ে দেয় তারা।
মংসুইথোয়াই চৌধুরী জানান, বনের হরিণটি ড্রেনে পড়ে আটকে যায়। এলাকার লোকজন সেটাকে উদ্ধার করে আমাকে দিয়েছে। আমি বিভাগীয় বন কর্মকর্তার কাছে হস্তান্তর করেছি।
খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বন্য হরিণটি উদ্ধার করে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে স্থানীয় এক জনপ্রতিনিধি। হরিণটি শারিরীকভাবে আঘাতপ্রাপ্ত। চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলেই এটিকে বনে ছেড়ে দেবার ব্যবস্থা করা হবে।