খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়িতে ‘দুদক’ আতঙ্কে সরকারি কর্মকর্তারা! দুর্নীতি দমন কমিশন (দুদক) আতঙ্ক বিরাজ করছে বিভিন্ন সরকারি অফিসের অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের মাঝে। ভীতি-আতঙ্কে দিন কাটাচ্ছেন দুর্নীতিবাজরা। খাগড়াছড়ির সাবেক সিভিল সার্জন নারায়ন চন্দ্র দাশ, রাঙামাটির বর্তমান সিভিল সার্জন ও খাগড়াছড়ির সাবেক সদর উপজেলার মেডিকেল অফিসার ডা. শহীদ তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা ও স্বাস্থ্য বিভাগের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট পদে কর্মরত উদয়ন চাকমাকে গ্রেফতারের পর থেকে এ আতঙ্ক দেখা দেয়। এছাড়া দুদকের কর্মকর্তাদের খাগড়াছড়িতে অবস্থানের খবরে এ আতঙ্ক বেশ বেড়েছে।
সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, বিআরটিএ, গণপূর্ত, এলজিইডি, শিক্ষা প্রকৌশল, পরিবার পরিকল্পনা বিভাগ, বন বিভাগ, জেলা ও উপজেলা মৎস্য অফিস, ভূমি অফিস, পৌরসভার প্রকৌশল বিভাগ, শিক্ষা অফিস, খাদ্য অফিসসহ কয়েকটি সরকারি অফিস ঘুরে কর্মকর্তাদের মাঝে দুদক আতঙ্কের কথা জানা যায়। সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সরকারি অফিসে সাধারণের প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।