আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি।। ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে গুইমারায় ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়েছে গুইমারা উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ,বিএনপি,মুক্তিযোদ্ধা সংসদ,সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ সকল স্থরের মানুষ।
বুধবার ২১ ফেব্রæয়ারীর প্রথম প্রহরেই আত্মত্যাগীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গুইমারা উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া,মুক্তিযোদ্ধা কমান্ডার কমান্ডার অংসাথোয়াই চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের পক্ষে মেমং মারমা,বিএনপির পক্ষে মো: ইউছুপ,গুইমারা থানার পক্ষ থেকে (ওসি) শাহাদাত হোসেন টিটো,গুইমারা উপজেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি নুরুল আলমসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ সর্বস্থরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকালে একের পর এক গুইমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, গুইমারা কলেজ, গুইমারা ইসলামীয়া দাখিল মাদ্রাসা, গুইমারা স: প্রা: বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিতভাবে প্রভাতফেরীর আয়োজন করা হয়। গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়, কলেজে,ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে প্রভাতফেরী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সাথে সাথে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে স্মরণ করেন। সকালে সকল স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা প্রভাতফেরীতে অংশ নেয়। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আলাদা আলাদা কর্মসূচী হাতে নেয়।
গুইমারা উপজেলা প্রশাসন কতৃক দিনব্যাপী একুশে বইমেলার আয়োজন করা হয়। এছাড়াও আওয়ামীলীগ ও বিএনপি আলোচনা সভাসহ নানা কর্মসূচী হাতে নিয়েছে বলে সূত্র জানায়।