আল-মামুন, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে কারাগারের জমি দখল সংক্রান্ত বিরোধে মারামারিতে লিপ্ত হয়েছেন জেল সুপার ও এক পৌর কাউন্সিলর। পরে পুলিশ ওই কাউন্সিলরকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে জেলা সদরের ইসলামপুর এলাকায় জেলা কারাগারের অরক্ষিত সীমানার জায়গা দখল সংক্রান্ত বিরোধে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মজিদ ও জেল সুপার আবু ফাতাহ মারামারিতে লিপ্ত হন। পরে আব্দুল মজিদকে জেলা কারাগারে আটক রাখার পর পুলিশ এসে থানায় নিয়ে যায়।
জেল সুপার আবু ফাতাহ জানান, সোমবার রাতে খাগড়াছড়ি কারাগারের সীমানায় অবৈধ ভাবে অনুপ্রবেশ করে স্থাপনা নির্মাণ করে স্থানীয় কাউন্সিলর আব্দুল মজিদের লোকজন। মঙ্গলবার সকালে কারা পুলিশের সদস্যরা তাদের সরে যেতে বললে কাউন্সিলর আব্দুল মজিদসহ দখলদাররা হামলা চালায়। এরপর খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় কারা পুলিশ ও থানা পুলিশ মিলে অভিযুক্ত কাউন্সিলরকে আটক করে।
অন্যদিকে এ ঘটনাকে জায়গা দখল নিয়ে অনাকাঙ্খীত উল্লেখ করে আব্দুল মজিদ এর ব্যক্তিগত সৃষ্ট বিষয়ে বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য অধিকার ফোরামের কোন সম্পৃক্ততা নেই জানিয়ে ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংগঠনের নাম ব্যবহার বির্তকিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সাংগঠনি সম্পাদক পারভেজ আলম। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো বলেন, সরকারি ভূমিতে অনুপ্রবেশ ও সরকারি কাজে বাধা দেয়ার দায়ে জেল সুপার আবু ফাতাহ বাদী হয়ে কাউন্সিলর আব্দুল মজিদসহ অজ্ঞাত ২০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। আটককৃত আব্দুল মজিদকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত আব্দুল মজিদের নিঃশর্ত মুক্তি ও তাঁর ওপর হামলার দায়ে জেল সুপারের শাস্তি দাবি করে খাগড়াছড়ি সদরে বিক্ষোভ মিছিল করে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ও বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।