জঙ্গি, মাদক, ডেঙ্গু ও গুজব রোধকল্পে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় শহরের পৌর টাউন হলের সামনে থেকে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে আলোচনা সভা করে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ আবুল ফয়েজ। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন, পৌর মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুদর্শন দত্ত।
প্রধান অতিথি মুহাম্মদ আবুল ফয়েজ বলেন, যে কোন পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতার বিকল্প নেই। তাই ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয়, জনসচেতনতায় ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে সকলকে। সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ জঙ্গি, মাদক ও গুজব প্রতিরোধে সারাদেশে সর্তকতার সাথে কাজ করে যাচ্ছে। তাই যে কোনো জরুরি প্রয়োজনে পুলিশের সহায়তায় নেওয়াসহ সচেতন থাকার আহবান জানান প্রধান অতিথি।
আলোচনা সভা শেষে সাধারণ জনগনের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করেন জেলা পুলিশ সদস্যরা।