আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি ।। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনশন কর্মসূচী পালন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। বুধবার খাগড়াছড়ি জেলা শহরের মিল্লাত চত্বরে এই কর্মসূচী পালিত হয়। এ সময় বেগম জিয়ার মুক্তির দাবীতে শ্লোগান দেন দলীয় নেতাকর্মীর।
অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন, খাগড়াছাড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সহ-সভানেত্রী শাহেনা আক্তার।
এতে উপস্থিত রয়েছে, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, কংচারী মারমা, অনিমেষ দেওয়ান নন্দিত, মংসুথোয়াই চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি আব্দুল গফুর তালুকদার, মহিলা দলের সাধারণ সম্পাদিকা কোহেলি দেওয়ানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীর এতে অংশ নেয়
গুইমারায় পুলিশী বাঁধায় বিএনপির অনশন কর্মসূচী পন্ড
গুইমারায় পুলিশী বাধায় অনশন কর্মসুচী পালন করতে পারেনি বিএনপি। বুধবার সকাল নয়টা থেকে এই অনশন কর্মসূচী শুরু করলে এক পর্যায়ে পুলিশ বাধা দিলে তা পন্ড হয়ে যায়।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো:ইউচুফ বলেন, আমরা শান্তিপূর্নভাবে অনশন কর্মসূচী পালন করেছিলাম। কিন্তু ঘন্টাখানেকের মধ্যে পুলিশ এসে কোন কারন ছাড়াই লাঠিচার্জ করে অনশন কর্মসূচী পন্ড করে দেয়। পুলিশের লাঠিচার্জে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
গুইমারা থানার অফিসার্চ ইনচার্জ শাহাদাৎ হোসেন টিটো বলেন, পুলিশ কোন কর্মসূচীতে লাঠিচার্জ বা বাধা দেয়নি। কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে তাই কাউকে জড়ো হতে নিষেধ করা হয়েছিল।