খাগড়াছড়িতে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত কুজেন্দ্র লাল ত্রিপুরার প্রতি অনাস্থা প্রকাশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। এক মানববন্ধনের মাধ্যমে কুজেন্দ্র লাল ত্রিপুরার প্রার্থীতা বাতিল এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে তাঁর সমর্থকদের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
বুধবার সকাল ১১টায় নারিকেল বাগানস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শাপলা চত্বর পর্যন্ত রাস্তার দু’পাশে মানববন্ধনে অংশ নেন বেশ কিছু নেতাকর্মী। প্রতিবাদকারীরা বলেন, কুজেন্দ্র লাল ত্রিপুরা নিজের পছন্দের লোকজন দিয়ে দল পরিচালনা করেছেন। তাই তিনি সাধারণ মানুষের কাছে অগ্রহণযোগ্য।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহির উদ্দিন ফিরোজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, জেলা শ্রমিক লীগের আহবায়ক নুরনবী, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা লীগের নেতা ফরিদ, গুইমারা উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মোঃ শানু মিয়া, পানছড়ি উপজেলা আওয়া মীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, রামগড় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম ভূঁইয়া ও দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাহবুব প্রমূখ।
– খাগড়াছড়ি প্রতিনিধি