খাগড়াছড়ি সদর উপজেলার বড়পাড়া এলাকায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্তরা। তারা ধর্ষণ ও হত্যাকান্ডের সাথে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেছেন। বুধবার বিকেলে খাগড়াছড়ির অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া বেগমের আদালতে ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটো জানান, আটককৃত কমল ত্রিপুরা, রনেল ত্রিপুরা ও ত্রিরণ ত্রিপুরা আদালতে জবানবন্দিতে ধর্ষণ ও খুনের বিষয় স্বীকার করেছে। বুধবার আসামীদের আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, খাগড়াছড়িতে বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় সোমবার গভীর রাতের ধনিতা ত্রিপুরা নামের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়। খাগড়াছড়ি সদর উপজেলার দুর্গম বড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত কিশোরীর লাশ উদ্ধার করে। নিহত কিশোরীর মা সরলেখা ত্রিপুরা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ।