খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতঘর। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের দক্ষিণ মাথার রুখই চৌধুরী এলাকায় এ অগ্নিকান্ড ঘটে। তবে তাৎক্ষনিক ক্ষয়-ক্ষতির পরিমান নিরুপণ করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত্র। তবে এটি কি রান্না ঘরের চুলার আগুন না বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন তাৎক্ষনিক নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকাবাসী ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকা-ের ৫টি বসতঘর পুড়ে গেছে জানিয়ে খাগড়াছড়ি ৯নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হক মাসুদ জানান, ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। ক্ষতিগ্রস্থদের ক্ষয়-ক্ষতি নিরুপণে তিনি ঘটনাস্থলে কাজ করছেন বলে জানান।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আবদুর রশিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরে ফায়ার সার্ভিসসহ সকলের প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
প্রসঙ্গত: এর আগে একই এলাকায় বুধবার মঙ্গলবার রাতে অগ্নিকা-ে আরো ৭টি দোকান পুড়ে যায়।