নেতাকর্মীদের মারধর, গায়েবি মামলা দিয়ে হয়রানি এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গসহ বহু অভিযোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। শনিবার সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে নেতারা অভিযোগ করেন, খাগড়াছড়ির রামগড়, মানিকছড়ি, মাটিরাঙ্গাসহ উপজেলা উপজেলায় নেতাকর্মীদের হামলা, মারধর ও গায়েবি মামলার ফলে এই জেলায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই মন্তব্য করে দলীয় অফিসে কার্যক্রমে নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনেন বিএনপি নেতারা। রির্টানিং ও সহকারী রির্টানিং অফিসারদের অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি বলে জানান নেতৃবৃন্দ। এ সময় ভোটারদের দেওয়া ভোটের সঠিক ফলাফল প্রকাশ ও প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহবান জানান তারা।
সভায় বক্তারা বলেন, বিএনপি’র মনোনিত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার মামলা জটিলতার সম্ভাবনার রয়েছে। সেক্ষেত্রে শহীদুল ইসলাম ভুঁইয়া ফরহাদ বিএনপি’র বিকল্প প্রার্থী হিসেবে থাকবেন। খাগড়াছড়িতে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য লোকজন দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েই নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করেছেন বলে অভিযোগ করেন।
সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি আবু ইউছুপ চৌধুরী, চাইথোয়াই চৌধুরী, বিএনপি’র প্রার্থী ও জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ফরহাদ, এডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এমএন আফসার, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, জেলা মহিলা দলের সম্পাদিকা কুহেলী দেওয়ানসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।