সিঙ্গাপুরের ক্যাসিনোতে গত পাঁচ বছরে বাংলাদেশ থেকে জুয়া খেলতে যাওয়া ব্যক্তিদের তথ্য জানতে চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দেশটির দুর্নীতি দমন সংস্থা করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরোর পরিচালকের কাছে এ চিঠি পাঠিয়েছেন দুদকের মহাপরিচালক (মানি লন্ডারিং) আ ন ম আল ফিরোজ।
চিঠিতে বলা হয়, দুই দেশই জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনে সই করেছে। কনভেনশনের ৪৮ ধারা অনুযায়ী দুই দেশের দুর্নীতিবিরোধী সংস্থার মধ্যে আইনি কার্যক্রমে সহযোগিতার কথা উল্লেখ আছে।
এতে আরও বলা হয়, সরকারের দুর্নীতিবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসারে দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেছে দুদক। দুর্নীতিবাজরা দেশের বাইরে বিপুল পরিমাণ সম্পদ পাচার করেছেন বলে তথ্য রয়েছে। এ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে বিপুল অর্থ অবৈধভাবে পাচার করে সিঙ্গাপুরের ক্যাসিনোগুলোতে জুয়া খেলার কথা স্বীকার করেছেন।