‘ছড়াবো আলো শিক্ষা ও শিল্পে তারুণ্যের জয়গানে’ এই শ্লোগানে ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে থিয়েটার গঠনের লক্ষ্যে নিয়ে ‘ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ’ এর মনোনীত ৪৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশ, সাধারণ সভা ও সাংগঠনিক কর্মশালা শনিবার ২০ মার্চ মিরপুর-১ এর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। প্রকাশিত দুই বছর মেয়াদি কমিটিতে কামাল উদ্দিন শামীম সভাপতি ও হাবিব তাড়াশীকে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কর্মশালাটি উদ্বোধন করেন, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ এর উপদেষ্টামন্ডলীর সদস্য প্রফেসর ড. ফেরদৌসী খান, অধ্যক্ষ সরকারি বাঙলা কলেজ। সভাপতিত্ব করেন- কামাল উদ্দিন শামীম, সভাপতি, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ এবং পরিচালনা করেন হাবিব তাড়াশী, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ।
ক্যাম্পাস ভিত্তিক থিয়েটার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২০১৫ সাল থেকে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ নামে সংগঠনটির পথচলা। ইতিমধ্যে এই সংগঠনের উদ্যেগে ১২টি ক্যাম্পাস থিয়েটার এর অংশগ্রহণে ‘১ম ক্যাম্পাস থিয়েটার উৎসব-২০১৮’ এবং ৩১ ক্যাম্পাস থিয়েটার এর অংশগ্রহণে ‘২য় জাতীয় ক্যাম্পাস থিয়েটার উৎসব-২০২০’ এই ২টি নাট্য উৎসব বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানে থিয়েটার কার্যক্রম চলমান।
২০২১-২০২৪ কার্যবর্ষে, সমগ্র বাংলাদেশে ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে থিয়েটার প্রতিষ্ঠা, স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে ৫০টি ক্যাম্পাস থিয়েটার এর অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক ৫০টি নাটক নিয়ে ৮টি বিভাগে ‘তৃতীয় জাতীয় ক্যাম্পাস থিয়েটার উৎসব- ২০২১’ আয়োজন করবে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি