আসন্ন কোরবানীর ঈদের পশুর হাটের জনসমাগম ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে ‘কোরবানির পশুর ডিজিটাল হাট’ চালু করেছে সরকার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কোরবানির পশু বেচাকেনার জন্য এই ডিজিটাল হাটের ব্যবস্থা করেছে। নিজের ফেইসবুক পেইজে মঙ্গলবার এই তথ্য জানান প্রধানমন্ত্রীর এপিএস (২) গাজী হাফিজুর রহমান লিকু।
তার দেয়া তথ্যমতে এই হাটে ক্রেতারা ঘরে বসেই পশুর ছবি ও ভিডিও দেখার এবং লাইভ ওজন জানার সুযোগ পাবেন। একই সাথে তারা পশু পালনকারী, খামারি বা ব্যাপারীদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগও পাবেন। এরপর নির্দিষ্ট স্থান থেকে বা অর্থ পরিশোধের মাধ্যমে হোম ডেলিভারি পদ্ধতিতেও পশু কিনতে পারবেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)’ এর আগে ‘ফুড ফর ন্যাশন’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে। এরই আলোকে (iDEA) প্রজেক্টের ‘স্টার্টআপ বাংলাদেশ’ ব্যানারে ডিজিটাল হাটের এই উদ্যোগটি গ্রহণ করা হয়।
ডিজিটাল হাটের জন্য সারাদেশ থেকে গরু- ছাগলের চাষি, খামারের মালিক ও সাধারণ পশু ব্যবসায়ীদের নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। চাষি-খামারিদের সবাই https://foodfornation.gov.bd/qurbani2020/ এই ওয়েব সাইটে প্রবেশ করে বিনামূল্যে নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধনের পর নিজস্ব প্যানেল থেকে পশুর ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য আপলোড করতে হবে। এই সকল ছবি ও তথ্য ওয়েবসাইটের মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার তার নিজ খরচে প্রচার করবে। ফলে ক্রেতারা সহজেই তাদের কোরবানির জন্য প্রয়োজনীয় পশু পছন্দের সুযোগ পাবেন এবং বিক্রেতার সাথে যোগাযোগ করে ডেলিভারি নিতে পারবেন।