অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সব বাজেটই হয় জনগনের সন্তুষ্টির জন্য। কোন ট্যাক্সরেট বাড়ছে না, এটাই জনগণের জন্য সুখবর। এছাড়া ব্যক্তিগত করের আয়সীমাও অপরিবর্তিত থাকবে।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় অর্থমন্ত্রী বলেন, তবে মোবাইল ও তামাক কোম্পানিগুলোর ক্ষেত্রে কর্পোরেট কর অপরিবর্তিত থাকবে। ভ্যাটের স্তর হবে পাঁচটি। আর ভ্যাটের সর্বোচ্চ হার হবে ১৫ শতাংশ।
তিনি আরো বলেন, লিস্টেড ননলিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে কর্পোরেট কর হার ৪৫ শতাংশ থেকে ৩৭ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনা হবে।