প্রচ্ছদ পডকাস্ট কে ছিলেন ব্রিটিশ সেনা অফিসার টি. এইচ. লুইন? লুসাইরা কেন তাকে থাংলিয়ানা...

কে ছিলেন ব্রিটিশ সেনা অফিসার টি. এইচ. লুইন? লুসাইরা কেন তাকে থাংলিয়ানা ডাকতো?

এক ব্রিটিশ শাসক, যিনি শুধু শাসন করেননি, হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন পার্বত্য চট্টগ্রামের মানুষদের।

এই পর্বে শুনুন—

✅ থমাস হারবার্ট লিউইনের জীবনের অজানা গল্প

✅ কেন পাহাড়িরা তাকে ডাকত ‘থাংলিয়েনা’ নামে

✅ Lewin-এর বই ও গবেষণা: পার্বত্য চট্টগ্রামের ইতিহাসের ভিত্তি

✅ উপনিবেশিক শাসন আর মানবিক সহানুভূতির বিরল সংমিশ্রণ

✅ ‘Wild Races of South-Eastern India’ ও ‘A Fly on the Wheel’ এর আলোচ্য বিষয়

🔔 এইরকম আরো বাংলা ইতিহাসভিত্তিক পডকাস্ট পেতে সাবস্ক্রাইব করুন খোলা চোখ ইউটিউব চ্যানেলটি।

শেয়ার করুন