কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জেরে কুয়েটের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার বিকেলে এ ঘোষণা দেয়া হয়।

এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা তদন্তে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. নূরুন্নবী মোল্লাকে সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম জানান, গতকাল শনিবার বিকেল ৫টার মধ্যে ছাত্রদের ছয়টি এবং আজ রবিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর নির্ধারিত সময় বিকেল ৫টার মধ্যেই ছাত্ররা হল ছেড়ে চলে যান। তবে কুয়েটে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র থাকায় যথারীতি সকাল থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে অমর একুশে ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫/৬ জন ছাত্র আহত হন। রাতে বিষয়টি নিয়ে হলগুলোতে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তী অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতেই কর্র্তৃপক্ষ বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়।

খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন