আগামীকাল বৃহষ্পতিবার অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করতে যাচ্ছে বান্দরবান বিশ্ববিদ্যালয়। সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সকাল সাড়ে দশটায় বান্দরবান শহরের টিএন্ডটি অফিস সংলগ্ন ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন এবং ফলক উন্মোচন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এরপর বাস স্টেশনের হিলভিউ কনভেনশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম জেহাদুল করীম।
অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলী ওরিয়েন্টেশন বক্তব্য রাখার কথা রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল আমিন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার রে. কর্নেল এস এম আবদুল্লাহ আল-আমিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার এবং পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর উপস্থিত থাকার কথা রয়েছে।
বান্দরবান সদরের সুয়ালকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণাধীন রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের। এর পরিচালনায় রয়েছে বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। কো-চেয়ারম্যান হিসেবে আছেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। প্রথম ব্যাচে শতাধিক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করছে বান্দরবানের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।