রফিকুল আলম মামুন, বান্দরবান ।। কাল (শুক্রবার) থেকে মাঠে গড়াচ্ছে ইকবাল স্মৃতি ফুটবল র্টুণামেন্ট। বিকেল তিনটায় শহরের রাজার মাঠে র্টুণামেন্টের উদ্বোধন করবেন বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী।
এবারের র্টুণামেন্টে জেলা সদরের ১২ টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- উদালবনিয়া ক্রীড়া সংঘ, ব্রার্দাস ইউনিয়ন কালাঘাটা, ফ্রেন্ডস্ ক্লাব উজানীপাড়া, রিয়েল বেটিস ক্লাব, কালাঘাটা ফুটবল ক্লাব, রিদম রয়েল ক্লাব, এফ সি বি ফুটবল ক্লাব, জাদি তং যুব সংঘ, চ প্রু স্মৃতি ফুটবল একাদশ, পিউ একাদশ ও আর্মি পাড়া একাদশ ক্লাব।
চ-প্রু গ্রুপ ও পু থুই মং নামে দু’টি ভাগে বিভক্ত হয়ে নক আউট পদ্ধতিতে খেলবে দলগুলো।
র্টুণামেন্টের উদ্বোধনী ম্যাচে উদালবনিয়া ক্রীড়া সংঘ কালাঘাটা ব্রার্দাস ইউনিয়নের মোকাবিলা করবে।
এদিকে র্টূণামেন্টকে ঘিরে সবধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান র্টূনামেন্ট কমিটির সদস্য সচিব মো. শাহ আলম।
টূর্ণামেন্ট কমিটির আহবায়ক সাবেক ফুটবলার ও সংগঠক অসীম বড়ুয়া জানান, জেলার সাবেক ফুটবলার, রেফারী ও ক্রীড়া সংস্থার প্রশিক্ষক প্রয়াত ইকবাল করিম ভুঁইয়ার স্মৃতি রক্ষার পাশাপাশি এ র্টুণামেন্ট স্থানীয় পর্যায়ে ফুটবলার সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে।
অবহেলার তলানিতে থাকা বান্দরবানের ফুটবলাঙ্গনকে চাঙ্গা করতে এবং শিশু কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে এ টূর্ণামেন্ট র্কাযকর ভূমিকা রাখবে বলে মনে করছে স্থানীয় ক্রীড়ামোদীরা।