শুক্রবার সন্ধ্যায় ইফতার শেষে মাগরিবের নামাজের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের একটি অস্থায়ী প্যান্ডেল ভেঙে ১ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ শতাধিক। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩৫)। তিনি লালমনিরহাট আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। পোস্তগোলায় একটি টায়ার কারখানায় কাজ করতেন।
আহতদের মধ্যে অন্ততঃ ২০ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
মুসল্লীরা জানিয়েছেন, ইফতার শেষ করে তারা নামাজ আদায় করছিলেন। এ সময় হঠাৎ করেই কালবৈশাখী ঝড় আসে। মসজিদের দক্ষিণ গেটের অস্থায়ী প্যান্ডেল ভেঙ্গে পড়ে। এতে আহত হন অনেকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার জানান, সন্ধ্যায় ঝড়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের একটি অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়েছে। এতে অনেকেই আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।