কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিনের তৃতীয় ও চূড়ান্ত ধাপের ট্রায়াল শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার ভার্চুয়াল মিটিংয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী এবং চীনের রাজধানী বেইজিংয়ের চিকিৎসকরা এই ট্রায়াল শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।
পৃথিবীতে করোনাপ্রতিরোধী কোনো ভ্যাকসিনের এই প্রথম তৃতীয় বা চূড়ান্ত ধাপের ট্রায়াল শুরু হলো।
সংযুক্ত আরব আমিরাতের অন্যতম সংবাদপত্র গালফ নিউজের অনলাইন ভার্সন জানাচ্ছে, এই ট্রায়ালের জন্য চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ এবং আবুধাবীর গ্রুপ ৪২-এর মধ্যে চুক্তি হয়েছে। আবুধাবীর স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালনা করছে গ্রুপ ৪২।
আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান মোহাম্মদ আল ওবাইস বলেছেন, এখন আমরা বিশ্বের যে কোনো দেশের সাথে চুক্তিভিত্তিক কাজ করতে আগ্রহী। বৈশ্বিক এই সংকট মোকাবেলায় সবারই এগিয়ে আসা উচিত।
চীন ইতোমধ্যে দু’টি ভ্যাকসিনের দ্বিতীয় ধাপ পর্যন্ত ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে। ভ্যাকসিনটি প্রথম এবং দ্বিতীয় ধাপে ২৮ দিনের মধ্যেই শতভাগ মানুষের শরীরে করোনা প্রতিরোধী এন্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে বলে দাবি চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষের।
এ বছরের শেষ দিকে ভ্যাকসিনটি বাজারজাত করা যাবে বলে আশা করছেন তারা। বাংলাদেশ প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে এই ভ্যাকসিন পাবে বলেও নিশ্চিত করেছে দেশটির সরকার।
এ বিষয়ে আরো পড়তে: চীনের ভ্যাকসিন সবার আগে আসবে বাংলাদেশে