দেশের করোনাভাইরাস মহামারী নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) বক্তব্য কান্ডজ্ঞানহী বলে মন্তব্য করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
অযাচিত ও সমন্বয়হীন বক্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখন দিন-রাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙ্গা রাখার জন্য নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোনা যোদ্ধাদের প্রতিনিয়ত সাহস দিচ্ছেন, তখন সরকারের স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্মকর্তার করোনার আয়ূষ্কাল নিয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কাম্য নয়।
তিনি বলেন, এ ধরনের সমন্বয়হীন বক্তব্য থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে।
প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অংশ নিয়ে বলেন, করোনাভাইরাস পরিস্থিতি এক, দুই বা তিন মাসে শেষ হবে না। এটি দুই থেকে তিন বছর ধরে চলতে পারে, যদিও সংক্রমণের মাত্রা একই হারে নাও থাকতে পারে।