করোনা ভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সুস্থতা কামনা করেছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার পার্বত্য মন্ত্রীর সুস্থতা কামনা করেছেন।
এ সময় পাহাড়ের রাজনৈতিক অঙ্গনের সিংহ পুরুষ আখ্যায়িত করে দ্রুত তিনি আরোগ্য লাভ করে সকলের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
গত বৃহষ্পতিবার বান্দরবান থেকে পার্বত্য মন্ত্রীর নমুনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। শনিবার রাতে মন্ত্রী বীর বাহাদুরসহ ৯ জনের রিপোর্ট পজিটিভ আসে বলে নিশ্চিত করেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা।
পরে অসুস্থ বোধ করলে বীর বাহাদুরকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। মন্ত্রী কয়েকদিন ধরে হালকা জ্বর, সর্দিতে ভুগছিলেন এবং তার ডায়বেটিসও রয়েছে বলে সূত্র জানায়।
এদিকে-খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমও করোনায় আক্রান্ত। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সুস্থতা কামনা করে তিনি দ্রুত সকলের মাঝে ফিরে আসার জন্য দোয়া প্রার্থনা করেন।